EDM Smart pay তে কিভাবে বাংলাদেশ বা অন্যান্য দেশে account করবেন।

আচ্ছালামলাইকুম,
আজ আপনাদের সাথে আলোচনা করবো, Edm Smart pay তে কি ভাবে ইন্ডিয়া বাদে অন্য দেশে অ্যাকাউন্ট করবেন।

প্রথমে নিচের ডকুমেন্ট গুলো পড়ে নিবেন,অ্যাকাউন্ট খুলে কাজ করে টাকা তুলার জন্য যে জিনিস গুলো লাগবে।

১) জাতীয় পরিচয় পত্র (আপনার না থাকলে, আপনার পরিবারের কারো নামে অ্যাকাউন্ট করবেন।)

২) বিকাশ নাম্বার (এটা সবারই থাকে)
৩) ২৫$ হলে টাকা নিতে পারবেন।
৪) টাকা ১৫-২০ দিনের ভিতর হাতে পাবেন।

এখন দেখুুুন কিভাবে অ্যাকাাউন্ট করবেন........


১। প্রথমে আপনরা  EMDsmartpay এই লিংকে ক্লিক করবেন। তারপর আপনাদের  সামনে নিচে দেখানো ছবির মতো,এমন একটি পেইজ আসবে।



২। তারপর আপনরা  Join (International)  এ ক্লিক করবেন।
৩। তারপর আপনাদের সামনে নিচে দেখানো ছবির মতো এমন একটি পেইজ আসবে।


৪। তারপর আপনার Email/Gmail Address টা সুন্দর করে  দিবেন,যাতে একটু ভুল না হয়, কারন ভুল হলে আনার কাছে OTP(One Time Password) Code যাবে না।
৫। Email/Gmail দেওয়ার পর Submit  এ ক্লিক করবেন।
৬। Summit এ ক্লিক করার পর আপনার সামনে নিচে দেখানো ছবির মতো এমন একটি পেইজ আসবে।


৭। এমন পেইজ যখন আসবে, তখন আপনার ইমেইল / জিমেইল একটা OTP Code যাবে,

৯। এখন Enter OTP Box এ আপনার ইমেইল বা জিমেইল যাওয়া নাম্বার বা OTP Code টা বসাবেন।
১০। তারপর SUMMIT  বাটনে ক্লিক করবেন।
১১। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সামনে একটি রেজিস্টাশন ফরম চলে আসবে।নিচে দেখানো ছবির মতো দেখতে পাবেন।

১২। এই ফরমটা খুব Important সবাই ভালো করে ফরমটা ফিলাপ করবেন। আমি বলে দিচ্ছি কিভাবে ফিলাপ করবেন।
* Sponsor Id আমার টা দিতে পারেন অথবা আপনাকে যে ইনবাইট করছে তারটা ও দিতে পারেন।কারন Sponsor id টা কিন্তু অনেক জরুরী, আপনি স্পসর আইডি ছাড়া অ্যাকাউন্ট করতে পারবেন না।
★ আমার Sponsor Id   173385
★তারপর Full Name এ জাতীয় পরিচয় পত্রে যে নাম আছে ,হুবাহু সেই নাম দিবেন।মনে রাখবেন নাম যেনো একটা অক্ষর ভুল না হয়।জাতীয় পরিচয় পত্র আপনার না থাকলে, ফেমিলির কারো নামে অ্যাকাউন্ট করবেন, যার জাতীয় পরিচয় পত্র আছে।
★Emai Id দেওয়া থাকবে ।
★তারপর Country সিলেক্ট করবেন,আপনি বাংলাদেশের হলে বাংলাদেশ দিবেন।আর অন্য দেশ হলে সেটা সিলেক্ট করবেন।

★তারপর  পাসওর্য়াড দুই বার দিবেন ,দুই বক্সে।

★Contact box এ ছবিতে দেখানো যে ভাবে আছে,ঐ ভাবে নাম্বার দিবেন, Country code আগে দিবেন,তারপর নাম্বার, বাংলাদেশের Country code +880, 

★সব কিছু দেওয়ার, ভালো করে একবার চেক করবেন,সব ঠিক আছে কিনা।
সব ঠিক থাকলে  Create Account  এ ক্লিক করবেন।
Successful লেখা আসলে, বুঝবেন আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে।

যদি না বুঝেন, নিচের ভিডিও টি দেখে করতে পারবেন।

ধন্যবাদ

1 comment:

আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।

Theme images by Storman. Powered by Blogger.