নিয়ে নিন আপনার Android ফোনের জন্য ডেক্সটপ ব্রাউজার



নিয়ে নিন আপনার  Android ফোনের  জন্য ডেক্সটপ ব্রাউজার 

আস্সামলাইকুম,আশা করি সবাই ভালো আছেন। 

আজ আপনাদের সাথে একটি ব্রাউজার নিয়ে আলোচনা করবো। আপনরা অনেকেই ডেক্সটপ ব্রাউজার খুজেন। কিন্তু পান না আর পেলেও কিভাবে ব্যবহার করবেন তা জানেন না।

সো আপনাদের আজ আমি এমন একটি ব্রাউজারের নাম বলবো, এটি দিয়ে আপনি কম্পিউটার বা লেপটপ এর মতো কাজ করতে পারবেন। হয়তো লেখা গুলি একটু ছোট দেখবেন।কিন্তু আপনি জুম করে নিতে পারবেন। আমার দেখা সব চেয়ে বেষ্ট ব্রাউজার হলো এটি। 

সো বেশি কথা কথা না বলে আপনাদের ব্রাউজার সম্পর্কে বলি..........

এই অ্যাপ্সটিতে যা যা থাকছে...
ডেক্সটপ মুড
মোবাইল মুড
মাউস
মাউস পেড
এক্সট্রা কিবোর্ড
গেইম পেড
টিভি
ডাটা সেবিং ৭০%
 স্মুথলি  HD ভিডিও  পেলে
আরো অন্যন্যা

 সো আমি দুই -তিনটি ফিচার নিয়ে আলোচনা করবো নিচে দেখে নিন।

কি ভাবে ডেক্সটপ মুড করবেন

প্রথমে আপনারা ব্রাউজার টা ইন্সটল করে নিবেন প্লে স্টোর থেকে  Poffin Web Browser লিখে সার্চ  দিবেন। অথবা এখান থেকে ডাউনলোড করে নিন  Poffin Browser 

তারপর কোন একটা website বা ফেইসবুকে ডুকবেন। তারপর ডান পাশে ৩ টা ফুলস্টপ দেখতে পাবেন।সেখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন  Request Desktop Site  (√)  টেপ করে সেটি অ্যানাবল করে দিন। তারপর দেখবেন সাইট অটো রেলোড হয়ে আপনার সামনে ডেক্সটপ পেইজ সো করছে। 
না বুঝলে নিচে ছবিটা দেখে নিন। আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি।




কি ভাবে মাউস   Enable  করবেন দেখে নিন

ব্রাউজার টা ওপেন করলে আপনার সামনে ডেক্সটপ মুড দেখতে পাবেন।তারপর আপনি ডান পাশের ৩ টা ডট  ঐখানে ক্লিক করবেন। তারপর স্কোরল করে নিছে আসলে  Mouse নামে একটা  Option পাবেন। সেটি টেপ করে দিলে আপনার সামনে ২ টা  options আসবে , ১মে আসবে আপনি কি মাউস + পেড দুই টা চান, তাহলে ১ম টায় ক্লিক করবেন। ২য় হলো শুধু মাউস, এটি আপনাকে হাত দিয়ে ঠিক করে ব্যবহার করতে হবে।
আমি বলবো মাউস + পেড ঐটা অ্যানাবল করেন। তারপর  Assume একটা  ফিচার পাবেন। ব্যবহার করেন ডেক্সটপ ব্রাউজার। 
না বুজলে নিচে নিচের ছবিটা দেখে নিন।




আরও অনেক ফিচার আছে আপনরা সব গুলি দেখে নিবেন।  আমি বলবো অন্যসব  ব্রাউজার এর চেয়ে এটি অনেক ভালো।সো সবাই ব্যবহার করুন।


আজ এই প্রর্যন্ত, সবাই ভালো থাকবেন৷ 

আর নতুন নতুন সব আপডেট ফ্রী আপনার ইমেইলে পেতে এখুনি, আপনার ইমেইল দিশে সাবস্ক্রাইব করে নিন।

No comments

আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।

Theme images by Storman. Powered by Blogger.