উপ-মন্ত্রীর ছোয়াঁয় চরফ্যাশন ২০০ বছর এগিয়। জসিম সরমান
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ আজ উন্নয়ত দেশে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং নদনদী আরা বনের সাম্রাজ্য ভোলা-৪ আসন। সীমান্ত জনপদ, শশিভূন, দক্ষিন আইচা ও দুলার হাট থানা এবং মনপুরা ও চরফ্যাশন উপজেলা নিয়ে গঠিত এ আসন। চলতি মেয়াদ নিয়ে দুইবার এ আসনে এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সংগ্রামী নেতা আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
তিনি অবহেলিত এ আসনটির সংসদ সদস্য না হলে বাংলাদেশের উন্নয়ন থেকে চরফ্যাশন ২০০ বছর পিছিয়ে যেত। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আবারও আওয়ামীলীগের পক্ষ থেকে জ্যাকব ভাইকে ক্ষমতায় আনতে হবে। তাই মাদ্রাজ ইউনিয়নে আওয়ামীলীগের দূর্গ গড়ে তুলো।
৮ই নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় চর-মাদ্রাজ ইউনিয়ন আয়োজিত আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ উপলক্ষে ৭নং ওয়ার্ড কেন্দ্র কমিটি গঠন ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ আওয়ামীলীগের ৩নং চর-মাদ্রাজ ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, আ.ফ.ম বাহাউদ্দীন জসিম সরমান একথা বলেন। মাদ্রাজের সুনামধন্য পরিবার সরমান বাড়ীর দরজায় চরমাদ্রাজ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাজ ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক জমদার বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হাই মিয়া,
আলহাজ্ব নুরুল ইসলাম (নান্নু) ও আলহাজ্ব ফয়েজ আহাম্মেদ মাস্টার(সমন্বয়কারী, চরমাদ্রাজ ইউনিয়ন), এডভোকেট আমিনুল ইসলাম সরমান ও জনাব গোলাম মোস্তফা আবু (সহকারী সমন্বয়কারী), মোঃ আনোয়ারুজ্জামান মালতীয়া, অধ্যাপক আ.ফ.ম. মোরশেদ আলম, জাকির হোসেন আখন, মোঃ জসিম উদ্দিন মালতীয়া(সহকারী সমন্বয়কারী), প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ মাদ্রাজ ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনে নেতা কর্মিরা।
No comments
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।