অপেক্ষায় আমি



এখনও নির্ঘুম রাত গুলো শুধু তোমায় ভেবে ভেবে কেটে যায় । নীরবতায় একাকী নিজেকে হারিয়ে তোমায় ভেবে ভেবে রাতের অন্ধকার শেষ হয় , সকালের সোনালী আলোর দেখি কিন্তু এ মনের আকাশে অন্ধকার গুলো কোন সোনালী আলোর স্পর্শ পায় না সেই কবে থেকে ।

 জানি না কেন আজও একাকী রাত জাগি অন্ধকার কে এতটা ভালোবেসে আজও পরে আছি ? হয়তো কোন প্রাপ্তি নয় ! ভুলে করে তোমার ফিরে আসার কাঙ্ক্ষিত এক অপেক্ষা , জানিই তো হয়তো ভুল করে আমার স্বপ্নের পথে তুমি হেঁটে যাবে না , জানি আমি কোন দিনও আমার পৃথিবী রাঙ্গিয়ে তুমি আর আসবে না । তবুও এক অপেক্ষা .......... এ অপেক্ষা অজানা ।

 হয়তো সময় গুলো কেটে যাচ্ছে থেমে থাকেনি , কিন্তু চলছেই বা কেমন করে ?? যেখানে আনন্দের স্পর্শ নেই , নেই বেঁচে থাকার কোন স্বপ্ন ...... এটা কি বেঁচে থাকা ?? বল তুমি বল তুমি কি পারতে এভাবে বেঁচে থাকতে ?? তবুও মাঝে মাঝে অট্ট হাসিতে কষ্ট উড়ায় কষ্ট নামের তীব্র যন্ত্রণা কে ভুলে থাকি । ভুলতে চাই তোমাকে , মুছে দিতে চাই এক ফেলে আসা অতীতের কিছু স্মৃতি কে ।

কিন্তু হেরে যাই, জানি না কেন বার বার আমি হেরে যাই সেই অতীতের কাছে । চিৎকার করে বলতে ইচ্ছা করে ফিরে দিয়ে যাও আমার সোনালী সময় টুকু , শুধু একবার ভুলিয়ে দিয়ে যাও তোমায় । আমি যে তোমায় ভুলতে চাই । সত্যিই তোমায় ভুলতে চাই ।। জানিই তো তুমি আর আসবেনা তবুও শুধু অপেক্ষা ............ এক অজানা অপেক্ষা ।।

No comments

আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।

Theme images by Storman. Powered by Blogger.