দুজনে
আকাশের ওই পানে চেয়ে দেখো,
সবকিছু যেন কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে।।
ধূসর মেঘগুলো যেদিকে উড়ে যাচ্ছে
ঠিক তার বিপরীতে, একদম বিপরীতে
সাদা ডানামেলা রাজহাঁস গুলো
যেন বলছে , 'চল উড়ে যাই ,
আজ উড়ে যাই বহুদূরে, ওই নিল সীমানায়।'
আমি আজও হাতরে বেড়াচ্ছি
সেদিনের সেই স্মৃতি।
বুকের ভিতর একটু ধুকপুকানি
আর তোমার সাথে খেলা করার সঙ্গী
সেই দুটো পুতুল।
আজ সেই পুতুল দুটোও যেন বলছে,
"এসো আমায় নিয়ে খেলা কর।"
"তম বিনা আমি অচল, মূল্যহীন"
তুমি শুনতে পাচ্ছ সেই পুতুলের অন্তহীন কান্না???
যদি শুনতে না পাও,
তবে ওই আকাশের পানে চেয়ে দেখো, ওই ধুসর মেঘ গুলোও তোমাকে বলবে "চলো তুমিও এস আমার সাথে,
দুজনে মাইল আমরা ভেসে যাই
ওই নীল্ সীমানায়".
No comments
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।