আমরা কবে মানুষ হব ?


আমরা কবে মানুষ হব?
                       
                 
পৃথিবী ঘুমিয়ে গেছে নিবিড় নিস্তব্ধ
সমস্ত মানুষ ক্লান্ত  চার দিকে অন্ধকার হয়ে আসছে। মাঝেমাঝে  দৃর থেকে চিৎকার আওয়াজ  আমাকে বাঁচাও আমাকে বাঁচতে দাও।আমি ছোট তোমরা আমার সাথে কি কর? বারবার চেষ্টা করেও আর শেষ বাঁচাটা হয় না । 
আর ফিরে আসা হয় না। ফিরে পায়না আদরের ময়না কে তার বাবা মা।মাঝেমাঝে  উম্মক্ত চাপাটি হাতে নিয়ে রাস্তায়ে বের হয় স্বজনের সামনে স্বজনকে এলোপাতারি কোপিয়ে হত্যা করা হয়।
আর বাকি মানুষ গুলো পরাজিত পশুর মতো আপন গৃহে  চলে আসে।বার বার বলে এভার বেঁচে এলাম। কিন্ত কয়েকদিন পর আবার এক ধর্ষিতার বাবা হয়ে বিচার চেয়ে কোর্টেেে দাড়াতে হয়। ।
কিছু হুজুগে পাগল একদল যুবক অপেক্ষা রত মা তার সন্তানের জন্য বসে থাকা। সেও রেহাই পায় না কলাকাটা বলে পায়ের আঘাতে পৃষ্ঠ হতে হয় না ফেরা দেশে চলে যেতে হয়।
ঐ সন্তান এসে যখন মা মা বলে ডাকে, আর চিৎকার করে। তখন আকাশের কোনায় কষ্টেরক কালো দাগ গুলো দিনদিন ভারি হয়। 
আমরা কবে মানুষ হব?

No comments

আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।

Theme images by Storman. Powered by Blogger.