ইবি অধ্যাপক ইয়াসিন আলীর স্মরণে শোকসভা




ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের প্রয়াত অধ্যাপক ইয়াসিন আলীর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২ টায় বাংলা বিভাগের আয়োজনে রবীন্দ্র-নজরুল কলা ভবনের গ্যালারিতে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।



এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, অর্থনীতি বিভাগের সিনিয়র অধ্যাপক আব্দুল মুঈদ, অধ্যাপক ইয়াসিন আলীর ছোট ভাই শাহরিয়ার হোসেন, ছোট বোন ইসমত আরা।

এছাড়াও কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু, মার্কেটিং বিভাগের সভাপতি ড. জাকারিয়া রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন, অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ মামুন, সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শোকসভাটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায়।

সব শেষে অধ্যাপক ইয়াসিন আলীর আত্মার মাগফেরাত কামনা করি দোয়া ও মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘অধ্যাপক ইয়াসিনের এই আকস্মিক অন্তর্ধান আমাদেরকে খুব সাংঘাতিক ভাবে নাড়া দিয়েছে। তিনি ভদ্র, বিনয়ী, প্রচন্ড মেধাবী, সৃষ্টিশীল, প্রগতিশীল, বিজ্ঞানমনষ্ক, দেশপ্রেমিক মানুষ ছিলেন। তিনি তাঁর সংক্ষিপ্ত জীবনের সকল সঞ্চয় সমন্বিত করে প্রচুর বই রেখে গিয়েছেন। রেখে গিয়েছেন লক্ষ লক্ষ মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা।’

উল্লেখ্য, প্রয়াত অধ্যাপক ইয়াসিন আলী গতকাল ১৮ নভেম্বর সন্ধ্যা ৬ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বশেমুরমেবি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি তাঁর নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে শায়িত আছেন।

তিনি তাঁর দীর্ঘ অধ্যাপনা জীবনে বাংলা বিভাগসহ ইবির অন্তত দশটি বিভাগে ফোকলোরর, দর্শন ও মুসলিম দর্শন বিষয়ে পাঠদান করেছেন।

No comments

আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।

Theme images by Storman. Powered by Blogger.