ইন্টারনেট সংযোগের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ



ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলে ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগ ও রিডিং রুম চালুর দাবিতে হল অফিসে ও হল গেটে তালা দিয়ে বিক্ষোভ করেছে হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীরা।

সোমবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায়  হলের গেটে ও হল অফিসে তালা দেয় শিক্ষার্থীরা।

জানা যায়, চলতি বছরের জনুয়ারিতে হলটি চালু হলেও গত ১০ মাসে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়নি। করা হয়নি শিক্ষার্থীদের পড়া-লেখার জন্য নেই রিডিং রুম।

এসময় তারা ‘হই হই রই রই ইন্টারনেটের টাকা কই’, ‘হই হই রই রই রিডিং রুম গেল কই’ সহ বিভিন্ন স্লোগান দেয়।

পরে হল অফিসে তালা দেয় আবাসিক শিক্ষার্থীরা। এতে হলের কর্মকর্তাসহ কয়েকজন নবীন শিক্ষার্থী প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ থাকে। পরে হল প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হোসেন শিক্ষার্থীদের আশ্বাস দিলে তারা শান্ত হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিকতার শর্ত পূরণ করে আমরা হলে উঠেছি। ইন্টারনেট বাবদ টাকা জমা দিয়েছি। হল চালু হওয়ার ১০ মাস পার হলেও এখনো ইন্টারনেট সংযোগ দেওয়া হয়নি। আমাদের নামে হলে রিডিং রুম থাকলেও সেই রুমের নাম পরিবর্তন করে হল অফিস বানানো হয়েছে।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হোসেন বলেন, ‘ইন্টারনেট সংযোগের কাজ চলছে। অগামী দু-এক দিনের মধ্যে শিক্ষার্থীরা ইন্টারনেট সংযোগ পাবে। হলের কাজ অংশিক সম্পন্ন হওয়ায় রিডিং রুম নেই। কাজ সম্পন্ন হলে রিড়িং রুম থাকবে।’

No comments

আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।

Theme images by Storman. Powered by Blogger.