প্রেমে পড়িনি! কাজী নুসরাত শরমীন



মনে পড়ে?
আমিই প্রথম লিখেছি
যদিও হাতটা তুমিই বাড়িয়েছো
নইলে ম্লান মেয়ের কী এমন স্পর্ধা!
সেদিন বিশ্বাস হয়নি,
যাচাই বাছাই শেষে
চিমটি কাটা হাত বিশ্বাস করলো
এটা তুমি! পরম আরাধ্য আমার!

একদিন হলো কী,
আমার খুব দুঃখ-
আষাঢ় শ্রাবণ অবস্থা,
তোমাকে এক দীর্ঘ চিঠি লিখে ফেললাম।
লিখতে পারলাম এই জন্যে যে,
তোমাকে কখনো দূরের মানুষ মনে হয়নি।
তোমার মেধা আর মেদহীন কথামালা
মন্ত্রমুগ্ধের মতো শুনেছি
আর নিজের ক্ষুদ্রতা দেখেছি শুধু,
প্রেমে পড়লে যেমন হয় আর কী?
অসামান্যের সামনে নত হতে
আমার কোনো দ্বিধা নেই।

তবু হে দূরের নক্ষত্র,
সন্তর্পণে চলি
মনে মনে বলি
প্রেম কী পড়লো আমার ওপর?
আমি কিন্তু প্রেমে পড়িনি!

No comments

আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।

Theme images by Storman. Powered by Blogger.