কুড়িগ্রামে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

 

কুড়িগ্রামে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কুড়িগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়।

জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, কুড়িগ্রাম প্রেস ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে স্বাধীনতা বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পার্ঘ নিবেদন করা হয়। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

কুড়িগ্রামে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সকাল ৯টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।


পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম পৌর অডিটরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রামে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, জেলা জামায়াতের সেক্রেটারী মাও: নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাক মাহফুজার রহমান খন্দকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ।

কুড়িগ্রামে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

এছাড়া দিবসটি সফল করতে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে খেলাধুলা, রচনা, আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সকল হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠান সমূহে উন্নতমানের ইফতার ও খাবার পরিবেশন করা হয়।

No comments

আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।

Theme images by Storman. Powered by Blogger.