Create your own new Wapka Website Design ▶ Episode-4◀
Create your own new Wapka Website Design ▶ Episode-4◀
সবাই কেমন আছেন। আমি আপনাদের দোয়ায় ভাল আছি। চলুন আমাদের টপিক নিয়ে আলোচনা করি।
গত পর্বে আমরা "হেডার এবং ফুটার" এর কাজ করেছি। আজকে আমরা অনেক গুলো পেইজ এবং ফোরাম বানাবো ।
Step-1
চলুন শুরু করি।
প্রথমে, হোম পেজ এ ৬ টা পেইজ বানাবো। এভাবে :-
¤ Edit Site >> New Page
এভাবে গিয়ে ৬ টা পেইজ বানান । আর নাম দিবেন
» User Panel
» Forums
» Services
» Forum Header
» Forum Footer
» Other
বি:দ্র: এই ৬ টা পেইজ বানানো'র সময় অবশ্যই
"Items Visibility : Admin Mode"
দিবেন।এবং পেইজ এর নাম সহ পেইজ আইডি গুলো খাতায় লিখে রাখুন।
টিপস : পেইজ আইডি দেখতে একটু আগে যেই পেইজ গুলো বানালাম ওগুলো'র উপর একটা একটা করে ক্লিক করলে আপনার ব্রাউজার এর এড্রেস বার এ লিখা থাকবে এরকম :-
your site name/edit_number.xhtml/...
ওই "number"টাই আপনার পেইজ আইডি
Step-2
¤ Other, Forum Header & Forum Footer
এর কাজ আমরা পরে করব মানে পরে কাজে লাগবে
চলুন এবার বাকি পেইজ গুলো'র কাজ করে নেই।
¤ এখন
"User Panel Page" এ ক্লিক করুন। আর উপরের সিস্টেম এর মত ২ টা পেইজ বানান। নাম দিন :-
» Inbox
» Cpanel
অবশ্যই সাইট আইডি গুলো নাম সহ খাতায় লিখে রাখুন।
Step-3
¤ এখন Services Page এ ক্লিক করুন। আর উপরের সিস্টেম এর মত ৭ টা পেইজ বানান। নাম দিন :-
» Calculate your Life Time
» Stylish Text Converter
» Prov File Maker
» FB Post Via Different Devices
» Nokia Secret code
» Online Dictionary
» Write Bangla Like Avro
অবশ্যই সাইট আইডি গুলো নাম সহ খাতায় লিখে রাখুন।[/color]
Step-4
আবার হোম পেজ মানে প্রথম পেজে যান এবার "Forums" নামে যে পেজ বানানো আছে সেটাতে ঢুকুন।
Edit Site > Forum
থামুন "Submit" দিয়েন না
"Forum Type" টি "Structured on Theme" করে দিন। এবার সাবমিট দিন
ঠিক এই ভাবে সবাই নিচের নাম গুলা দিয়ে ফোরাম বানান
» Mobile Tips & Tricks
» Hacking Tips World
» PC Tips
» Free Internet Tips
» Facebook Tips
» Android Zone
» Symbian Tips
» Webmaster Forum
» Technology & Studyline Forum
» Other Forum
» Help Desk
» Shoutbox (Simple Forum)
মনে রাখবেন " সবগুলো ফোরাম কিন্তু থিমের স্টাকচারে হবে "। শুধু মাত্র সাউটবক্স ফোরাম ছাড়া
সবগুলো ফোরাম বানানো হলে প্রথম থেকে একটা একটা করে ওপেন করুন এবং দেখুন প্রতিটি ফোরামের এক্কেবারে নিচে ফোরামের আইডি লেখা আছে
এটা লিখে রাখুন আপনার খাতায়,কারন আইডি গুলো পরে লাগবে
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন,আল্লাহ হাফেজ।
••• কোন সমস্যা হলে মন্তব্য করুন । •••————————————————————
পোস্ট টা খুব কস্ট করে লিখলাম, আপনাদের মতামত জানালে খুব খুশী হবো।
No comments
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।