“এডুকো পাঠশালা”এবং“ওয়ার্কিং চিলড্রেন স্কুল”-এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত


নিজেস্ব প্রতিনিধিঃ


এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এডুকো’র উদ্দ্যোগে ২০১৯ সালের ফেব্রæয়ারীর ১২, ১৪, ১৬ ও ১৭ তারিখে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলায় এডুকো পরিচালিত ১৪ টি এডুকো পাঠশালা এবং ৫ টি ওয়ার্কিং চিলড্রেন স্কুলে একযোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানগুলোতে প্রায় ৪০০০ শিক্ষার্থীসহ, স্থানীয় জনগণ, সরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষা অনুরাগী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এডুকো সেতুবন্ধন পাঠশালা চনপাড়া এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অন্যান্যদের মধ্যে, নারায়ানগঞ্জ জেলার মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রেজাউল বারী এবং এডুকো পাঠশালা পাঁচখোলা এর প্রতিযোগীতায় এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনি এম সরকার উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য।
এছাড়া এডুকো’র ডিরেক্টর প্রোগ্রাম, পরিচালক এবং ঢাকা ও নারায়নগঞ্জ র্কম এলাকার অপারেশন কো-অর্ডিনেটর, প্রজেক্ট অফিসারগন, থানা শিক্ষা অফিসার, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,স্থানীয় সরকারের প্রতিনিধি-ওর্য়াড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, ইয়ুথ ক্লাব এর সদস্যগণ উপস্থিত থেকে এডুকো শির্ক্ষাথীদের উৎসাহ প্রদান করেন।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় প্রত্যেক স্কুলে বিভিন্ন বিভাগে প্রায় ২৯ টি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়, যেখানে প্রি- প্রাইমারী শ্রেনি থেকে প ম শ্রেনির শিশুসহ এডুকো’র প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহন করে। এ প্রতিযোগীতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে স্কুল প্রতি সর্বোচ্চ ৮৭ টি পুরস্কার বিতরণ করা হয়েছে।
জনি এম সরকার,কান্ট্রি ডিরেক্ট্রর,এডুকো বাংলাদেশ
উল্লেখ্য, গত ১৪ ফেব্রæয়ারী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় এডুকো বিদ্যালয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়, জনাব মোঃ রেজাউল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তিনি এডুকো’র বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং উপজেলা পর্যায়ে এডুকো স্কুলের শিশুর নৃত্যে প্রথম ও জেলা পর্যায়ে দি¦তীয় স্থান অর্জন করায় শিশুসহ অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের সুশৃংখল জীবনযাপনের উপর গুরুত্ব আরোপ করেন। এডুকোর বিভিন্ন উন্নয়নমূলক কর্মক্রমে অভিভাবক, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও এলাকার সবাইকে সহযোগীতা ও একত্রে কাজ করার আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ ওমর ফারুক ভ’ঁইয়া। তিনি বলেন- “আমি জেলা প্রশাসকের পক্ষে এডুকো স্কুলে পরিদর্শন করেছি। এখানে শিশুদের লেখাপড়ার মান অনেক ভালো, শিক্ষকরা অনেক বেশি আন্তরিক, শ্রেণিতে ছাত্র- ছাত্রীদের উপস্থিতি অনেক ভালো।”
এডুকো বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর জনাব জনি এম. সরকার, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহনকারী ও আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এরই সাথে সকল শিশুকে খেলাধূলায় অংশগ্রহন করার উৎসাহ প্রদান করেন। তিনি বলেন “আজকের শিশুরাই হবে আগামী দিনের সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা!! এবং তোমরাই দেশকে পরিচিত করে তুলবে সারা পৃথিবীর কাছে”। সবশেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঢাকা ও নারায়নগঞ্জ র্কম এলাকার অপারেশন কো-অর্ডিনেটর ‘রাফেজা আক্তার’ এর বক্তৃতায়, শিশুদের সার্বিক বিকাশের জন্য খেলাধূলা ও সহপাঠক্রমিক কাজের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন “শিশু খেলাধূলায় অংশগ্রহন করলে শিশু শারিরীক বিকাশ হয় এবং নিয়ম কানুন অনুসরন ও সিদ্ধান্ত গ্রহণ করতে শেখে।”

No comments

আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।

Theme images by Storman. Powered by Blogger.