মসজিদের জমি দখলের অভিযোগ।
নিজেস্ব প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে ০২ নম্বর ওয়ার্ডের আজিমুদ্দিন হাওলাদার বাড়ীর আছিয়া খাতুন (৬৫) স্বামী মৃত মোছলেম মীর ছলিমুদ্দিন হাওলাদার বাড়ীর জামে মসজিদের দির্ঘ ১৭ বছরে দখলিয় জায়গা জোর করে দখল করার অভিযোগ উঠল। রবিবার সকাল ১০.০০ ঘটিকার সময় সাচড়া ইউনিয়নের রামকেশব মৌজার নিবাসী আছিয়া খাতুনের মেয়ের জামাই মোঃ মোছলেম ছিপাই (৪৫) পিতা আঃ জলিল ছিপাই ও নিরব আলী (৩৫) পিতা মৃত মুসলীম মীর সহ কিছু দূর্ভিত্য লোকজন নিয়ে মসজিদের পুকুরটিতে পানি সেচের মিসিন লাগিয়ে জমি দখলের চেষ্ট করেন।
এলাকাবাসি ও মসজিদ কমিটি ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ নিয়ে আশে। পুলিশ এসে উভয় পক্ষকে থানায় যাওয়ার জন্য নির্দেশ দিয়ে ওই কাজ বন্ধ করে দেয়। পুলিশ জানায়, পুকুরটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। জমির নথিপত্র নিয়ে দু’পক্ষকে ডাকা হয়েছে। এলাকাবাসি বলেন মসজিদের জমি সেটা দখল করে নেওয়া হচ্ছে। দেউলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুল ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাজাদা তালুকদার উক্ত জায়গাটির একটি শালিসনানা করে দিয়েছেন, তা না মেনে ক্ষমাতা ও অপশক্তির ব্যাবহার করে জোর করে দখলের চেস্টা চালায়।।
No comments
আপনার মুল্যবান মন্তব্য এখানে লিখতে পারেন। ধন্যবাদ।